৯ জুন, ২০২৩ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৯ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের বিষয়ে চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী প্রতিবাদ   ●  পৌরবাসির সেবা নিশ্চিত করে একটি স্মার্ট কক্সবাজার শহর উপহার দিতে চাই : মেয়র প্রার্থী মাহাবুব   ●  মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলা কমিটি বিলুপ্ত ঘোষনা   ●  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ আন্তঃ ইউনিয়ন ফুটবল চ্যাম্পিয়ন ভারুয়াখালী   ●  কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার, জেলা কমিটি বাতিল   ●  রামু সংস্কৃতিকর্মী-ক্রীড়াবিদ পুলক বড়ুয়ার মায়ের পরলোক গমন   ●  আইএমআইএ পরিবর্তন করে রোহিঙ্গাদের মোবাইল বিক্রয়ের সিন্ডিকেটের প্রধান মোর্শেদসহ ৫ জন গ্রেপ্তার   ●  বরইতলীর বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের জানাজায় এমপি জাফর আলম, শোক প্রকাশ   ●  সাধারণ ভোটারদের আস্থা ও বিশ্বাসের প্রতীক নৌকা; এ বিশ্বাস রক্ষায় আমি প্রতিক্ষাবদ্ধ : মেয়র প্রার্থী মাহাবুব   ●  কক্সবাজারে পৃথক দূর্ঘটনায় সড়কে প্রাণ গেল চারজনের

ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন দলের বিজয়ী ১০ শিক্ষার্থী

i-jen Utsab, 13-
প্রথম আলোর ‘আই জেন উৎসব-২০১৫’ গতকাল বুধবার সকালে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন মিলনায়তনে অনুষ্টিত হয়েছে। উৎসবে ইন্টারনেট বিষয়ক লিখিত পরীক্ষায় অংশ নেয় ২২০ জন শিক্ষার্থী। এরমধ্য থেকে ( সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে) ১০ জনকে স্কুলদল হিসাবে বিজয়ী ঘোষণা করা হয়।
গতকাল সকাল ১০ টায় ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম আলমগীর। স্বাগত বক্তব্য দেন, প্রথম আলো কক্সবাজার অফিস প্রধান সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা। ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি নিয়ে বক্তব্য দেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামরুল হক চৌধুরী, সহকারি শিক্ষক মো. নুরুল ইসলাম, গ্রামীণফোন কর্মকর্তা সায়ন, শিক্ষার্থী শাউলিয়া তাবাচ্ছুম শাউলি, সিফাতুল ইসলাম মিজান, পারমিতা রাশেদ চৌধুরী নাবা, তানিয়া সুলতানা আলেয়া, তাশদিয়া এনাম মাইশা প্রমুখ।
পরে লিখিত পরীক্ষায় বিজয়ী ১০ জনকে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন দল ঘোষনা করা হয়। বিজয়দের হাতে সনদ তুলে দেন, স্কুলের প্রধান শিক্ষক একেএম আলমগীর, পরিচালনা কমিটির সভাপতি কামরুল হক চৌধুরী ও সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা।
এর আগে ইন্টারনেট ব্যবহারের উপর বিভিন্ন প্রামান্য চিত্র প্রদর্শিত হয়। স্কুল পর্যায়ে বিজয়ীদের নিয়ে আগামী ২৫ মে কক্সবাজারে অনুষ্টিত হবে মূল ইন্টারনেট উৎসব।
বিজয়ীরা হলো: জান্নাতুল বকেয়া সামিহা (নবম), ফারহানা সাঈদা নাজমু (নবম), শামীমা নাছরিন রিমা (নবম), রাবেয়া বছরী (অষ্টম), মিছবাহুল ইসলাম লাবীব (নবম), ছৈয়দ আলম ( নবম), মায়মুনা আকতার ডালিয়া (নবম), সাবরিনা তাসনিম তোফা ( অষ্টম), শাহিদা ইসলাম ডালিয়া (অষ্টম) ও জাহাঙ্গীর আলম ( দশম)।
উৎসব পরিচালনা করেন, আই-জেন উৎসব-২০১৫ জেলার সমন্বয়ক ও বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি ইব্রাহিম খলিল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বন্ধুসভার লুৎফর রহমান তুষার, সাদমান সাকিব, হাবিবুর রহমান অনিক, অরূপ বড়–য়া, বায়েজিদ মো. আরিফ প্রমুখ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।