২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১ | ২০ মহর্‌রম, ১৪৪৬


শিরোনাম
  ●  কলেজছাত্র মুরাদ হত্যা মামলার আসামি রহিম কারাগারে   ●  আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে কক্সবাজার ছাত্রলীগের সমাবেশ   ●  স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদানের জন্য হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান    ●  চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন রোবায়েত   ●  সেন্টমার্টিনে ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার   ●  উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ২   ●  উখিয়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি; কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক লন্ডভন্ড   ●  উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী   ●  আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডার আটক ৩   ●  পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

ঈদগাঁওতে ভূমিদস্যুরা বেপরোয়া

shomoy
ঈদগাঁওতে ভূমিদস্যুরা জোর পূর্বক জমি দখলের পায়তারা চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে চাঁন্দের ঘোনা এলাকায়। খোঁজ নিয়ে যায়, বর্ণিত এলাকায় মৃত কবির আহমদের পুত্র আলী আহমদ গং বৃদ্ধা মহিলাকে সামনে দিয়ে একই এলাকার মোশরফ আলীর পুত্র ইউসুফ আলী জমি জোর পূর্বক দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউসুফ আলীর নামে উক্ত জমি বি.এস ২৫৭ নং খতিয়ান হয়। ইউসুফ আলীর মেয়ে খালেদা বেগম ওয়ারিশ সুত্রে বাবার জমিনের মালিক হয়। উক্ত বিষয় নিয়ে গত ২২ জানুয়ারী ঈদগাঁও তদন্ত কেন্দ্রে আলী আহমদ গং ইউসুফ আলী গংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরও উক্ত ভূমিদস্যুরা শালিশী বৈঠকে উপস্থিত হয়নি। এদিকে খালেদা বেগমের ছেলে আজিজ আহমদকে উক্ত বিষয় নিয়ে হুমকি-ধমকি দিলে ২২ ফেব্র“য়ারী কক্সবাজার মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করে। আলী আহমদ গং আরো ক্ষিপ্ত হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে জমি দখলের বারবার চেষ্টা চালালে নিরুপায়ে ২৩ ফেব্র“য়ারী বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারা চেয়ে এম আর ১৭৮/১৫ মামলা দায়ের করেন। আদালত উক্ত জমির কাগজপত্র যাচাই বাছাই পূর্বক আইন শৃংখলা অবনতি না হওয়ার জন্য ১৪৪ ধারা জারি করে। এর পরও ইউসুফ আলী গং এর গাছ পালা কেটে ফেলার ও অভিযোগ পাওয়া যায়। উক্ত ভূমিদস্যুরা বিভিন্ন পত্র পত্রিকায় মিথ্যা সংবাদ ছাপিয়ে মানক্ষুন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এলাকাসুত্রে জানা যায়, উক্ত বিষয় তদন্ত পূর্বক সমাধান না হলে বড় ধরণের আইন শৃংখলা অবনতির সম্ভবনা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।