২৮ মে, ২০২৩ | ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ৭ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার শহর শাখার পূর্ণাঙ্গ গঠন   ●  মাশেদুল হক রাশেদকে আওয়ামীলীগ থেকে বহিস্কার   ●  আওয়ামীলীগের মেয়র প্রার্থী মাহাবুবের ৩৭ পরিকল্পনা নিয়ে ইশতেহার প্রকাশ   ●  রাজাখালী ফৈজুনন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করলেন এমপি জাফর   ●  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের সকল অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া হবে-এমপি জাফর   ●  টেকনাফে ১৮ রোহিঙ্গা উদ্ধার, মানবপাচারকারী চক্রের ৫ সদস্য আটক   ●  শাহপরীর দ্বীপে মোখায় ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের অর্থ সহায়তা   ●  আগামী নির্বাচনেও কক্সবাজার-১ আসনটি শেখ হাসিনাকে উপহার দিতে হবে- কর্মীসভায় এমপি জাফর   ●  বর্ণাঢ্য মিছিল নিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন নৌকা প্রতিকের মেয়র প্রার্থী মাহাবুব   ●  কক্সবাজার পৌর নির্বাচন প্রতিক পেয়ে ভোট যুদ্ধে ৭৭ প্রার্থী

ইসলামেরই বিশ্বমানবতার মুক্তি ও সফলতা, ইসলামের নিষ্কলুষ অনুসরণেই শান্তি আসতে পারে

 

Cox'sBazar Picture 25.05.2015 (Special)

সৌদি আরবের শীর্ষ আলেম, মসজিদে নববীর খতীব শাইখ ড. আলী আবদুর রহমান হোযাইফী বলেছেন, ‘গোটা বিশ্বে আজ অশান্তির দাবানল জ্বলছে। সকল মানুষই শান্তি ও সফলতার আলোকিত পথ অনুসন্ধান করছেন।’
তবে ড. হোযাইফী মনে করেন, ‘ইসলামেই রয়েছে বিশ্বমানবতার মুক্তি ও সফলতা। ইসলামের নিস্কলুষ অনুসরণ ছাড়া মানবতার শান্তি আসতে পারে না।’
তিনি এই কথা ‘আমাদের মনে রাখতে হবে’ বলেও মন্তব্য করেন।
সৌদি আরবের মদিনা সফররত বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। গত রোববার মসজিদের নববীর কাছে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল।
সৌদি সরকারের আমন্ত্রণের বাংলাদেশের এই প্রতিনিধি দলটি সৌদি আরব সফর করছেন। এই প্রতিনিধি দলে বাংলাদেশের বিচারপতি, বিশ্ববিদ্যালয় শিক্ষক, প্রথিতযশা সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা, টেলিভিশন পরিচালক ও টিভি উপস্থাপক রয়েছেন।
প্রতিনিধি দলের অন্যতম সদস্য হলেন বিচারপতি এস এম নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি শহীদ আখতার হোসাইন, ঢাকা মেট্রোপলিটন কমিশনার এম. আসাদুজ্জামান মিয়া, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিশিষ্ট সাংবাদিক ও টক-শো বিশেষজ্ঞ মাহফুজ উল্লাহ, চ্যানেল আইয়ের পরিচালক জহিরুদ্দিন মামুন, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হায়দার আলী, অধ্যাপক আবদুল মাবুদ, অধ্যাপক কুরবান আলী, টিভি উপস্থাপক গাজী মোহাম্মদ সানাউল্লাহ প্রমূখ।
প্রতিনিধি দলের সদস্য গাজী মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, সৌদি সরকারের বিশেষ আমন্ত্রণে বাংলাদেশের বিশিষ্ট ৫০ জন ব্যক্তিত্ব সৌদি আরব সফর করছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।