৯ জুন, ২০২৩ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৯ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের বিষয়ে চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী প্রতিবাদ   ●  পৌরবাসির সেবা নিশ্চিত করে একটি স্মার্ট কক্সবাজার শহর উপহার দিতে চাই : মেয়র প্রার্থী মাহাবুব   ●  মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলা কমিটি বিলুপ্ত ঘোষনা   ●  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ আন্তঃ ইউনিয়ন ফুটবল চ্যাম্পিয়ন ভারুয়াখালী   ●  কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার, জেলা কমিটি বাতিল   ●  রামু সংস্কৃতিকর্মী-ক্রীড়াবিদ পুলক বড়ুয়ার মায়ের পরলোক গমন   ●  আইএমআইএ পরিবর্তন করে রোহিঙ্গাদের মোবাইল বিক্রয়ের সিন্ডিকেটের প্রধান মোর্শেদসহ ৫ জন গ্রেপ্তার   ●  বরইতলীর বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের জানাজায় এমপি জাফর আলম, শোক প্রকাশ   ●  সাধারণ ভোটারদের আস্থা ও বিশ্বাসের প্রতীক নৌকা; এ বিশ্বাস রক্ষায় আমি প্রতিক্ষাবদ্ধ : মেয়র প্রার্থী মাহাবুব   ●  কক্সবাজারে পৃথক দূর্ঘটনায় সড়কে প্রাণ গেল চারজনের

ইলিশ জালে নেই, আছে হিমাগারে

Panta_Ilish আবহমানকাল ধরে বাংলায় ঘটা করেই উদযাপন করা হয় পহেলা বৈশাখ। প্রাণের এ উৎসব উদযাপনের অন্যতম অনুষঙ্গ পান্তা-ইলিশ। যুগ যুগ ধরে চলে আসা ঐতিহ্য ধরে রাখতে যেন ইলিশ মাছের বিকল্প নেই বাঙ্গালীদের কাছে! কিন্তু এবার ইলিশের বর্তমান অবস্থা জেনে হতাশ হতে হবে সৌখিন ইলিশভোজীদের।

চট্টগ্রাম নগরীর ফিশারী ঘাটের মাছের আড়তদাররা জানান, সদ্য ধরা পড়া নতুন ইলিশ মাছ আড়তে একেবারেই নেই। গত কয়েক সপ্তাহ ধরে একই অবস্থা বিরাজ করছে। যা অল্প আসছে তার চাহিদা বেশী থাকায় দামও বাড়তি। তবে হিমাগারে প্রচুর পরিমাণে ইলিশ মাছ মজুদ রয়েছে। কিন্তু এসব ইলিশ মাছের স্বাদ নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মৎস্য বিক্রেতারা।

জানা যায়, পহেলা বৈশাখে বেশি লাভের জন্য অনেকে ইলিশ মজুদ করেছে। বেশিরভাগ মাছ ব্যবসায়ী হিমাগারে কিংবা ফ্রিজে জমা রেখেছে ইলিশ মাছ। বাজারে ছাড়ছে অল্প কিছু। এসব কারণেই ইলিশ মাছের দাম বাড়ছে।

এদিকে পহেলা বৈশাখ যত এগিয়ে আসছে, ইলিশের দামও পাল্লা দিয়ে তত বাড়ছে। বৈশাখকে কেন্দ্র করে অন্য যে কোনো সময়ের চেয়ে এখন ইলিশ মাছের ক্রেতাও বেশি। বাড়তি চাহিদার সুযোগ নিয়ে বেশি দামে ইলিশ মাছ বিক্রি করছেন ব্যবসায়ীরা।

রোববার দুপুরে নগরীর ফিশারী ঘাটের মাছের আড়ত ঘুরে দেখা গেছে, ছোট সাইজের নতুন ইলিশ মাছ এক হাজার টাকা, মাঝারি সাইজের নতুন ইলিশ কেজি প্রতি দুই হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে কমপক্ষে তিন হাজার টাকা কেজি দরে। তবে নতুন ইলিশ মাছ নেই বললেই চলে। দুই-একটি পাওয়া গেলে তা একই দরেই বিক্রি হচ্ছে বলে আড়তদাররা জানিয়েছেন।

এছাড়া হিমাগারে বা ফ্রিজে রাখা এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১২শ টাকায়। আর ৫শ থেকে ৬শ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬শ থেকে ৬শ ৫০টাকায়। দেড় কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে প্রায় ১৫শ টাকা কেজি দরে।

Ilshaএদিকে নগরীর রেয়াজউদ্দিন বাজার, কাজীর দেউড়ি বাজার ও চৌমুহনীসহ বিভিন্ন বাজারে ইলিশ মাছ দেখা না গেলেও অর্ডার দেয়ার সাথে সাথে হিমাগার বা ফ্রিজ থেকে বিভিন্ন সাইজের ইলিশ মাছ নিয়ে হাজির হচ্ছেন বিক্রেতারা।

রোববার দুপুরে আড়ত থেকে খুচরা বাজার রিয়াজউদ্দিন বাজারে গিয়ে দেখা গেছে, অর্ধশতাধিক মাছ বিক্রেতাদের মধ্যে মাত্র একজন ছোট সাইজের ইলিশ মাছ বিক্রি করতে বসেছেন। ৫০০ গ্রাম ওজনের প্রতিটি ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০টাকায়। এক কেজি ওজনের প্রতিটি ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১৩শ ৫০ থেকে ১৪শ টাকায়।

রিয়াজউদ্দিন বাজারের ইলিশ মাছ বিক্রেতা মাহফুজ আলম বাংলামেইলকে বলেন, ‘বর্তমানে নতুন ইলিশ মাছ পাওয়া না গেলেও সরবরাহ ঠিক আছে। কিছুদিন আগে ধরা পড়া ইলিশ এখন বিক্রি হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবার ইলিশের দামও কম।’

বাজারের আরেকজন মাছ বিক্রেতা মো. কামাল, যিনি ইলিশ মাছ ছাড়া অন্যান্য মাছ বিক্রি করছেন। বাংলামেইলকে তিনি বলেন, ‘ইলিশের অবস্থা এখন ভাল না। এখন যে সব মাছ বিক্রি হচ্ছে তা গত মৌসুমের ধরা। এই ইলিশ খেয়ে স্বাদ পাওয়া যাবে না।’

নববর্ষের জন্য রিয়াজউদ্দিন বাজারে ইলিশ মাছ কিনতে এসেছেন দেওয়ানহাটের বাসিন্দা মোজাম্মেল হক। তিনি বাংলামেইলকে বলেন, ‘নববর্ষ উপলক্ষে আগেভাগে ইলিশ মাছ কিনতে এসেছি। কিন্তু নতুন ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না।’

রোববার ভোরে সাগর থেকে ফিরে আসা মৎস্যজীবী মো. বেলাল বাংলামেইলকে বলেন, ‘বর্তমানে ইলিশ মৌসুম না হওয়ায় সাগরে বার বার জাল ফেলেও তেমন মাছ পাওয়া যাচ্ছে না। সাগর উত্তাল থাকায় জালে ইলিশ ধরা পড়ছে না। এছাড়া সাগরে বৈরী আবহাওয়ার কারণে মাছ ধরা অনেক ট্রলার ফিরে আসছে।’

নগরীর ফিশারী ঘাটের জিহান সিহান এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. জাহেদুল ইসলাম বাংলামেইলকে বলেন, ‘চলতি মৌসুমে খুব বেশি ইলিশ মাছ ধরা পড়ছে না। হিমাগারে অনেকেই ইলিশ মজুদ রেখেছে। পহেলা বৈশাখের কারণে এ সময়টায় বরাবরই বাজারে ইলিশের চাহিদা ও মূল্য দুটিই বেশি থাকে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।