২৩ মার্চ, ২০২৩ | ৯ চৈত্র, ১৪২৯ | ৩০ শাবান, ১৪৪৪


শিরোনাম
  ●  ডিসিকে সাথে নিয়ে নতুন ১৯২ পরিবারে ঘরের চাবি তুলে দিলেন এমপি জাফর   ●  যাত্রীবেশে ইয়াবা পাচারকালে রামু ক্রসিং হাইওয়ে থানায় আটক ১   ●  উখিয়ায় অভিযোগকারীদের উল্টো চিঠি ইস্যু করে অভিযুক্ত শিক্ষা অফিসার!   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৭ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  বৈরী আবহাওয়া : সেন্টমার্টিনগামি জাহাজ চলাচল বন্ধ   ●  চকরিয়ার দুটি বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিলেন এমপি জাফর আলম   ●  রামুতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর সমাবেশে বক্তারা বঙ্গবন্ধু ছিলেন বাঙালির আস্থা ও বিশ্বাসের ঠিকানা   ●  চকরিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত   ●  জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এমপি জাফরের   ●  কক্সবাজার জেলা কারাগারে দিনব্যাপী বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

আমার স্বপ্নের প্রতিষ্ঠান ‘শেখ রাসেল স্কুল’ অনেকদূর এগিয়ে যাবে-এমপি জাফর আলম

বার্তা পরিবেশক :

কক্সবাজারের চকরিয়া পৌরসভার মগবাজারের কাছে সুন্দর ও মনোরম পরিবেশে ২০০০ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধুর সর্বকনিষ্ট সন্তান শহীদ শেখ রাসেলের নামে ‘শেখ রাসেল স্কুল’। তৎসময়ে পৌরমেয়র থাকাকালে বর্তমান এমপি জাফর আলম এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। এর পর থেকেই প্রতিষ্ঠানটি শিক্ষার আলো ছড়িয়েছে। ২২ বছর পরে সেই স্কুলটি নতুন শিক্ষাবর্ষে নব উদ্যোমে, নব আঙ্গিকে শিক্ষাক্রম পরিচালনা করার জন্য ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে।
আশা করা যাচ্ছে, অচিরেই শেখ রাসেল স্কুলটি জেলার মধ্যে স্মার্ট স্কুল হিসেবে শ্রেষ্ঠত্বের অধিকারী হবে। সরকারিভাবে স্কুলটি চারতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ভবন এবং একটি পূর্ণাঙ্গ কম্পিউটার ল্যাবও পেয়েছে।

এদিকে গত মঙ্গলবার শেখ রাসেল স্কুলের গুনগত মান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক ও সূধী সমাবেশ। এতে স্কুল সংশ্লিষ্টরা উপস্থিত অভিভাবক এবং সূধীজনদের সাথে মতবিনিময়ও করেন।

বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত অভিভাবক ও সূধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শেখ রাসেল স্কুলের প্রতিষ্ঠাতা কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, পুলিশের চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার মো. তফিকুল আলম, চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, চকরিয়া সরকারি কলেজের অধ্যাপক একেএম শাহাবুদ্দীন, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু প্রমূখ। বক্তব্য দেন এমপির একমাত্র পুত্র তানভীর আহমদ সিদ্দিকী তুহিন, শেখ রাসেল স্কুলের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম।
অভিভাবক ও সূধী সমাবেশে বক্তারা বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর এবার স্মার্ট বাংলাদেশ, স্মার্ট নাগরিক, স্মার্ট শিক্ষার্থী গড়ে তুলতে হলে স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন। শেখ রাসেল স্কুলটিই হবে স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান। এজন্য দক্ষ এবং স্মার্ট একজন পরিচালক হিসেবে তানভীর আহমদ সিদ্দিকী তুহিনই যোগ্য। বক্তারা আশা প্রকাশ করেন- এমপিপুত্র তুহিনের হাত ধরেই কক্সবাজার জেলায় শেখ রাসেল স্কুলটি স্মার্টনেসের অনন্য উচ্চতায় যেতে পারবে।’
প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে আমি যখন পৌরসভার নির্বাচিত মেয়র ছিলাম, তখন জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ট সন্তান শহীদ শেখ রাসেলের নামেই স্কুলটি প্রতিষ্ঠা করি। সেই স্কুলের বয়স আজ ২২ বছর। অব্যবহিত এই সময়ে অনেক সুনাম কুঁড়িয়েছে স্কুলটি। আগামীতেও যাতে এই স্কুলটি আধুনিক শিক্ষার আলো ছড়িয়ে স্মার্ট স্কুল এবং স্মার্ট শিক্ষার্থী উপহার দিতে পারে সেজন্য নতুন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।’
এমপি জাফর আলম বলেন, ‘স্মার্ট স্কুল, স্মার্ট শিক্ষার্থী গড়ে তুলতে গৃহীত নানা পদক্ষেপ সুচারুরূপে বাস্তবায়নে আমার একমাত্র পুত্র সন্তান তানভীর আহমদ সিদ্দিকী তুহিনকে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে। আশাকরি ২০০০ সালে প্রতিষ্ঠিত আমার স্বপ্নের প্রতিষ্ঠানটি আরো অনেকদূর এগিয়ে যাবে। এজন্য আমার পক্ষ থেকে সার্বিক সহায়তা দেওয়া হবে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।