২৯ সেপ্টেম্বর, ২০২৩ | ১৪ আশ্বিন, ১৪৩০ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  বিট কর্মকর্তা জহিরুলের সফল অস্ত্রোপচার, এখনো জ্ঞান ফিরেনি   ●  রামুতে দখলবাজদের হামলার ঘটনায় মামলা, শঙ্কামুক্ত নয় জহিরুল   ●  সাবেক এমপি এড. খালেকুজ্জামানের ২৩ তম শাহাদত বার্ষিকী আজ   ●  ছাত্রলীগে অনুপ্রবেশকারী আবু সুফিয়ানের হামলায় উখিয়ায় সংবাদকর্মী আহত   ●  প্রিয়তোষ পাল পিন্টু দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন   ●  এমপি কমলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আবেদন   ●  চকরিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক, মাইক্রোবাস জব্দ   ●  ‘প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অবলম্বন পল্লী চিকিৎসক’-জেলা পরিষদ চেয়ারম্যান   ●  ‘প্রয়োজনে কালো গাউন ছেড়ে রোড লেভেলে যেতে হবে’   ●  তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন শেখ হাসিনা: কউক চেয়ারম্যান

আমার বিয়ের সম্পূর্ণ খরচ অসহায়দের বিলিয়ে দেব- ইউটিউবার মাহসান স্বপ্ন

বিনোদন ডেস্কঃ

করোনা মহামারীতে ১ মে শুক্রবার সকালে বিয়ে করে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে জনপ্রিয় ইউটিউবার মাহসান স্বপ্ন। বিয়ের পর তার দেওয়া ফেইজবুক স্ট্যাটাস নিম্নে তুলে ধরা হলো-

“আলহামদুলিল্লাহ , পবিত্র রমজান মাসে আজ শুক্রবারে সকাল 10 ঘটিকায় চার বছরের প্রেমের পর আমি এবং তৌহিদা অনয় বিয়ের বাঁধনে আবদ্ধ হয়েছি।

আমাদের বিয়ে করার প্ল্যান ছিল গত মাসের শেষে , কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা এতদিন সে কাজটি সম্পন্ন করিনি।

কিন্তু আমরা সম্প্রতি সিদ্ধান্ত নিলাম , দেশের এই দুর্যোগময় অবস্থায় নিজেদের নিয়োজিত করব। তাই বিয়ের অনুষ্ঠানে যে খরচ হত সেই খরচে সিংহভাগ দেশের গরীব এবং অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিলিয়ে দিব। এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন সংগঠন , যারা এই মুহূর্তে দেশের জন্য কাজ করছেন , তাদের ডোনেট করব।

তাই আজ সকালে , সামাজিক দূরত্ব বজায় রেখে , প্রশাসনের অনুমতি সাপেক্ষে , ঝাকঝমক বর্জন করে অতি কম সংখ্যক মানুষ নিয়ে , মহান আল্লাহ তাআলার নামে বিয়ের কাজটি সম্পন্ন করেছি। এবং বিয়ের আগে ও পরে মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছি এবং করব ইনশাল্লাহ।

এই লকডাউন অবস্থায় বিয়ে করে নিজেদের সার্থক মনে করছি। কারণ আমরা দেশের মানুষের আছি। আপনারাও থাকুন।

সবাই আমাদের জন্য দোয়া করুন।”

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।