১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৩১ ভাদ্র, ১৪৩১ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৬


আগামীকাল কক্সবাজার আসছেন আলোচিত বক্তা মিজানুর রহমান আযহারী

কক্সবাজার সদর উপজেলার পূর্ব মোক্তারকুল দরগাহ পাড়া ইসলামী জনকল্যণ পরিষদের উদ্যোগে ২৩ তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল আজ ২৫ ও আগামীকাল ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও বিশেষ অতিথি থাকবেন ঝিলংজা ইউপি চেয়ারম্যান টিপু সুলতান।

পূর্ব মোক্তারকুল দরগাহ পাড়া তাফসীর ময়দানে অনুষ্ঠিতব্য এই মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত আল্লামা ড. মিজানুর রহমান আজহারী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা আশরাফুল ইসলাম বিপ্লবী, সমাজ কল্যাণ সম্পাদক বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ। বিশেষ মুফাসসির মাওলানা শফিউল হক জিহাদী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহারবিল আনোয়ারুল উলুম মাদ্রাসা। সভাপতিত্ব করবেন মাওলানা ওসমান গণি, প্রতিষ্ঠাতা পরিচালক মা‘আরিফুল কুরআন মাদ্রাসা, দরগাহ পাড়া, খরুলিয়া কক্সবাজার। মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।