২৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১১ আশ্বিন, ১৪৩০ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  চকরিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক, মাইক্রোবাস জব্দ   ●  ‘প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অবলম্বন পল্লী চিকিৎসক’-জেলা পরিষদ চেয়ারম্যান   ●  ‘প্রয়োজনে কালো গাউন ছেড়ে রোড লেভেলে যেতে হবে’   ●  তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন শেখ হাসিনা: কউক চেয়ারম্যান   ●  এরশাদ সরকার আমল ছিল দেশের স্বর্ণযুগ-সাবেক সাংসদ ইলিয়াছ   ●  পরিবেশ রক্ষায় শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে প্রশংসনীয় : মোঃ নজিবুল ইসলাম   ●  রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট-প্রকল্প মিয়ানমার-চীনের শুভঙ্করীর ফাঁকি!   ●  কক্সবাজারে ‘জয় কারাতে একাডেমী’ ‘অদ্রিতা পালদের বেড়েছে আত্মবিশ্বাস ও শক্তি’   ●  রামুতে বনবিভাগের অভিযানে পানির পাম্প জব্দ   ●  সীমান্তে গরু চোরাকারবারীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে-ডিসি মুহম্মদ শাহীন ইমরান

আওয়ামী লীগের কোন নেতার ঈদ কোথায়

রাজনীতি ডেস্কঃ অন্যবারের চেয়ে এবার গ্রামে গিয়ে ঈদ করার আগ্রহ কম দেখা গেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাদের।

তাদের কেউ কেউ দেশের বাইরে, কেউ কেউ রাজধানী ঢাকায় ঈদ করবেন। কয়েকজন নেতা নিজ নির্বাচনী এলাকায় ঈদ করতে গেলেও ঈদের দিনই ফিরে আসবেন রাজধানীতে।
ক্ষমতাসীন দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনের আগের ঈদে নেতারা যেমন গ্রামমুখী ছিলেন এই ঈদে তেমন নেই।

এবার গ্রামে রাজনৈতিক কোনো কার্যক্রমও নেই আওয়ামী লীগ নেতাদের।
তারা জানান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান ও সৌদি আরব সফর শেষে এখন ফিনল্যান্ডে আছেন। সেখানেই ঈদ করবেন তিনি। তার সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদ করবেন রাজধানীতে। সংসদ ভবন মসজিদে ঈদের নামাজ আদায় করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ। এ কারণে তিনি এবারও ঢাকায় ঈদ করছেন।
প্রতিবারের মতো এবারও এলাকার (ঝালকাঠি) মানুষের সঙ্গে ঈদ করবেন আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদ সদস্য আমির হোসেন আমু।
উপদেষ্টাপরিষদের আরেক সদস্য তোফায়েল আহমেদও তার নির্বাচনী এলাকা ভোলায় ঈদ করবেন।
সভাপতিমণ্ডলীর আরেক সদস্য মোহাম্মদ নাসিম ঈদ করছেন ঢাকায়। এজন্য এরই মধ্যে নিজ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজীপুরের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন।
সভাপতিমণ্ডলীর অন্য সদস্যদের মধ্যে বেগম মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, পীযুষ কান্তি ভট্টাচার্য, খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ঢাকায় ঈদ করবেন।
এছাড়া কাজী জাফর উল্লাহ নিজ এলাকা ফরিদপুরে ও আবদুল মতিন খসরু ঈদ করবেন কুমিল্লায়। সভাপতিমণ্ডলীর আরেক সদস্য নুরুল ইসলাম নাহিদ ঈদ করবেন ঢাকায়। ফারুক খানও ঢাকায় ঈদ করবেন। ক্যান্টনমেন্ট মসজিদে তিনি ঈদের নামাজ আদায় করবেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে মাহবুব-উল আলম হানিফ কানাডায় রয়েছেন। সেখানেই তিনি ঈদ করবেন বলে জানা গেছে।
যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও এবার ঈদে দেশের বাইরে থাকছেন। বাকি দুজনের মধ্যে জাহাঙ্গীর কবির নানক প্রতি বছরের মতো এবারও ঢাকায় ঈদ করবেন। আর আবদুর রহমান রয়েছেন যুক্তরাজ্যে। ঈদের পরে তার দেশে ফেরার কথা রয়েছে।
সাংগঠনিক সম্পাদকের মধ্যে আহমদ হোসেন ঈদ করবেন নিজ এলাকা নেত্রকোনায়। এছাড়া সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুরে, আ ফ ম বাহাউদ্দিন নাছিম মাদারীপুরে, সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাটে, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম শরীয়তপুরের নড়িয়ায়, সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা-উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল নিজ এলাকা চট্টগ্রামে ঈদের নামাজ পড়বেন।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ঈদ করবেন নিজ এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ রয়েছেন দেশের বাইরে। তিনিও ঢাকায় ফিরবেন ঈদের পরে। বন পরিবেশ বিষয়ক সম্পাদক দোলোয়ার হোসেন ঈদ করছেন ঢাকায়। সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ঈদের দিন সকালে ঢাকায় থাকলেও বিকেলে চলে যাবেন নিজ এলাকা নেত্রকোনায়।
বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর নিজ এলাকা কুমিল্লায় ঈদ করবেন।
দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এবং উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বিপ্লব বড়ুয়া ঈদ করছেন ঢাকায়। তবে ঈদের পর বিপ্লব বড়ুয়া চট্টগ্রামে যাবেন বলে জানিয়েছেন।
এ ছাড়া দলের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী ঢাকায় ঈদ করবেন। আর উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ঈদ করবেন নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।