২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১ | ২০ মহর্‌রম, ১৪৪৬


শিরোনাম
  ●  কলেজছাত্র মুরাদ হত্যা মামলার আসামি রহিম কারাগারে   ●  আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে কক্সবাজার ছাত্রলীগের সমাবেশ   ●  স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদানের জন্য হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান    ●  চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন রোবায়েত   ●  সেন্টমার্টিনে ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার   ●  উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ২   ●  উখিয়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি; কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক লন্ডভন্ড   ●  উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী   ●  আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডার আটক ৩   ●  পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

আওয়ামীলীগ নেতার দুই সহযোগী গ্রেপ্তার বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার

satkania ctg pic-21-03-15
চট্টগ্রামের সাতকানিয়ায় এলিট ফোর্স র‌্যাব অভিযান চালিয়ে স্থানীয় এক আওয়ামীলীগ নেতার ভগ্নিপতির বাড়িতে অভিযান চালিয়ে তার দুই সহযোগীকে আটক করেছে।  তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। গতকাল শনিবার ভোরে  উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মধ্যম কাঞ্চনা এলাকার আমির হোসেনের বাড়ি থেকে এ অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মোঃ সোহেল মাহমুদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। অস্ত্র উদ্ধারকৃত বাড়ির মালিক আমির হোসেন স্থানীয় আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য মোহাম্মদ ছালামের ছোট বোনের স্বামী। গ্রেপ্তারকৃতরা হলো মধ্যম কাঞ্চনা কবির বাড়ির আবু সাত্তারের পুত্র বান্দরবানে বসবাসরত মোহাম্মদ হেলাল (২২) ও মুন্সি মিয়ার পুত্র মোঃ খোরশেদ (২১)। তারা দুই জনই স্থানীয় আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য মোহাম্মদ ছালাম প্রকাশ মাছ ছালামের অন্যতম সহযোগী হিসেবে অধিক পরিচিত।
র‌্যাব সূত্রে জানা যায়, সাতকানিয়ার মধ্যম কাঞ্চনা এলাকার (কবির বাড়ি) আমির হোসেনের বাড়িতে অস্ত্রধারীরা অস্ত্র মজুদ করে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্ণেল মিফতাহ উদ্দিন আহমদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শনিবার ভোরে ঐ বাড়িতে অভিযান চালিয়ে হেলাল ও  খোরশেদকে গ্রেপ্তার করে এসময় তাদের কাছ থেকে ২ টি এসবিবিএল, ০২ টি থ্রি কোয়ার্টার বন্দুক, ০১ টি একে-২২ এর ম্যাগাজিন, ৪৫ রাউন্ড বার বোর শর্টগানের গুলি, ১৩  ও রাউন্ড একে-২২ এর গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে সাতকানিয়া থানায় একটি মামলা দায়েরের কার্যক্রম পক্রিয়াধিন বলে  জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।