২৭ মার্চ, ২০২৩ | ১৩ চৈত্র, ১৪২৯ | ৪ রমজান, ১৪৪৪


শিরোনাম
  ●  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি কক্সবাজার জেলা কারাগারের বিনম্র শ্রদ্ধা   ●  উখিয়ায় মাটি ভর্তি ডাম্পার আটক   ●  কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত   ●  স্বাধীনতা দিবসে মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন   ●  পানেরছড়ায় পাহাড় ও গাছ কাটার হিড়িক, নিরব বন বিভাগ   ●  চকরিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের ইফতার মাহফিল-আলোচনা সভায় এমপি জাফর   ●  খুটাখালী ইউনিয়ন আ.লীগের ইফতার মাহফিল, আলোচনা সভায় এমপি জাফর   ●  বঙ্গবন্ধুর পর শেখ হাসিনাই ইসলামের প্রচার-প্রসারে গুরুদায়িত্ব পালন করছেন   ●  বাঁকখালী নদী দখল ও দূষণমুক্ত করতে কউক ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বরাবরে বাপার স্মারকলিপি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি: কক্সবাজার জেলা দলের সাবেক ফুটবলার তুহিন বড়ুয়া শানু

নিজস্ব প্রতিবেদক, রামু

কক্সবাজার জেলা দলের সাবেক ফুটবলার এবং রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সদস্য তুহিন বড়ুয়া শানু গুরুতর অসুস্থ। গত এক সপ্তাহ ধরে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত অসুস্থতায় তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন। এর সঙ্গে তাঁর ডায়াবেটিস ও হার্টের সমস্যা আছে।

গত ১৪ জুন হঠাৎ চোখ ব্যথা ও বমি হওয়ায় প্রথমে কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালে, একই দিন পরে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়। অবস্থার অবনতির কারণে ওই দিনই চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে তাঁর মস্তিষ্কে অপারেশন করা হয়। বর্তমানে তাঁর অবস্থা আশংকামুক্ত নয় বলে জানিয়েছেন, পরিবারের সদস্যরা।

শনিবার রাত সাড়ে ৯টায় সাবেক কৃতি ফুটবলার তুহিন বড়ুয়া শানু’র রোগমুক্তি কামনা ও জীবনচরিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামু সোনালী অতীত ফুটবল ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের উপদেষ্টা সদস্য ও রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু।

রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পলক বড়ুয়া আপ্পু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কিশোর বড়ুয়া, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের আহ্বায়ক তরুপ বড়ুয়া, সাবেক সভাপতি ছিদ্দিক আহমদ, সাবেক কৃতি ফুটবলার ক্ষেমেশ বড়ুয়া, দেব প্রসাদ বড়ুয়া টিপু, ইঞ্জিনিয়ার তরুন বড়ুয়া, রামু সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগ ২০২২ পরিচালনা কমিটির আহ্বায়ক রাজু বড়ুয়া, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ শহীদ, সদস্য প্রকাশ সিকদার, রিটু বড়ুয়া, রূপায়ন বড়ুয়া, জিটু বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া, সুপন বড়ুয়া শিপন, শফিউল আলম লালু ও ডেবিট বড়ুয়া প্রমুখ।

জানা যায়, হৃদরোগে আক্রান্ত সাবেক কৃতি ফুটবলার তুহিন বড়ুয়া শানুকে গত বছরে ওপেন হার্ট সাজারী করা হয়। এরপর বিভিন্ন সময়ে তিনি ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছে।

কক্সবাজার জেলায় নান্দনিক ফুটবলার তুহিন বড়ুয়া শানুকে সবাই চেনে, ফুটবল মাঠের অনন্য গেম মেকার হিসেবে। ক্রীড়া নৈপূণ্যতায় সবার নজর কেড়েছিলেন, কক্সবাজার জেলা দলের সাবেক এ মিডফিল্ডার। ১৯৯২-৯৪ সালে কক্সবাজার জেলা দলের হয়ে খেলে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান তিনি। ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই খেলেছিলেন রামু ব্রাদার্স ইউনিয়নের হয়ে।

সদ্য সমাপ্ত রামু সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগে অসুস্থ শরীর নিয়ে মাঠে এসে, সতির্থ ফুটবল খেলোয়াড়দের উৎসাহ যোগিয়েছেন। আবারও তাঁর অসুস্থতার খবরে হতবিহ্বল হয়ে পড়ে, রামু সাবেক ফুটবলাররা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।