২৭ মার্চ, ২০২৩ | ১৩ চৈত্র, ১৪২৯ | ৪ রমজান, ১৪৪৪


শিরোনাম
  ●  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি কক্সবাজার জেলা কারাগারের বিনম্র শ্রদ্ধা   ●  উখিয়ায় মাটি ভর্তি ডাম্পার আটক   ●  কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত   ●  স্বাধীনতা দিবসে মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন   ●  পানেরছড়ায় পাহাড় ও গাছ কাটার হিড়িক, নিরব বন বিভাগ   ●  চকরিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের ইফতার মাহফিল-আলোচনা সভায় এমপি জাফর   ●  খুটাখালী ইউনিয়ন আ.লীগের ইফতার মাহফিল, আলোচনা সভায় এমপি জাফর   ●  বঙ্গবন্ধুর পর শেখ হাসিনাই ইসলামের প্রচার-প্রসারে গুরুদায়িত্ব পালন করছেন   ●  বাঁকখালী নদী দখল ও দূষণমুক্ত করতে কউক ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বরাবরে বাপার স্মারকলিপি

অসহায় মেধাবী শিক্ষার্থীর পাশে দাড়াল হাসিঘর ফাউন্ডেশন এর সভাপতি শাকিল সিকদার

গত ২৮১১২২ তারিখ  ফেসবুকে .বি মালেক নামের এক ব্যাক্তির একটা সহায়তার পোস্ট দেখে সহায়তার হাত বাড়িয়েদিয়েছেন  হাসিঘর ফাউন্ডেশন এর কেন্দ্রীয় পরিষদের সভাপতি শাকিল সিকদার। শাকিল সিকদার বলেন, .বি মালেক নামেরএক ব্যাক্তির ফেসবুক পোস্টে দেখতে পাই একটা ছোট্ট ছেলে মাটিতে বস্তার উপর বসে খালি গায়ে মনোযোগ দিয়ে পড়াশোনাকরছে।আমি পোস্ট  দেখার পর আমার খুব মন খারাপ হয়ে পড়ল। পরপরই আমি তার ব্যাপারে খোঁজখবর নিয়ে আমার ছোটভাইকে (*মোহাম্মদ ইয়াসিন সিকদার, প্রতিষ্ঠাতা হাসিঘর ফাউন্ডেশন) জানাই, এবং আমার কথানুযায়ী সে খোঁজ খবর নেয়, ছেলেটির নাম তানবীর বয়স ১১ বছর কক্সবাজারের উখিয়া উপজেলার ৩নং হলদিয়া পালং ইউনিয়নের ০২ ওয়ার্ডে তারবাড়ি।২৯১১২২ বিকেলে তার বাসায় যায়,এবং তার মাবাবার সাথে কথা বলে।এবং তাকে নিয়ে তার যা যা প্রয়োজনীয়(চেয়ার,টেবিল,খাতা,কলম, বই+সকল ধরনের বছরর শিক্ষাসামগ্রী),শার্ট,প্যান্ট,জুতা। এবং সে যা যা নিতে চেয়েছে সব নিয়েদেই।আলহামদুলিল্লাহ সে  অনেক খুশি এবং তার পরিবারের সবাই খুশি।আমাদের সমাজে দেখা যায় এইরকম  কিছু সামান্যসুযোগ সুবিধার অভাবে এইরকম অনেক বাচ্চা অল্প বয়সে শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে পড়ে।কারণ তাদের নুন আনতেপান্তা ফুরোই।কারণ তারা অভাবের তাড়নায় শিক্ষার পর্যাপ্ত সুযোগ সুবিধা পায় না।অল্প একটু সুযোগসুবিধা পেলেই হয়তোতারা এগিয়ে যাবে বহুদূর।

এভাবে যদি আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি তাহলে ইনশাআল্লাহ দেশে আর কেউ অভাবঅনটনেথাকবেনা।দেশে কোন শিশু বিনাশিক্ষায় বড় হবে না।শিশুশ্রম রোধ হবে। আসুন শিশুশ্রম রোধ করি,সোনার বাংলাদেশ গড়ি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।