২৮ মার্চ, ২০২৩ | ১৪ চৈত্র, ১৪২৯ | ৫ রমজান, ১৪৪৪


শিরোনাম
  ●  সাগরে ১০টি বস্তায় মিলল ৭ লাখ ইয়াবা   ●  উখিয়ায় কলেজ ছাত্রকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪   ●  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি কক্সবাজার জেলা কারাগারের বিনম্র শ্রদ্ধা   ●  উখিয়ায় মাটি ভর্তি ডাম্পার আটক   ●  কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত   ●  স্বাধীনতা দিবসে মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন   ●  পানেরছড়ায় পাহাড় ও গাছ কাটার হিড়িক, নিরব বন বিভাগ   ●  চকরিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের ইফতার মাহফিল-আলোচনা সভায় এমপি জাফর   ●  খুটাখালী ইউনিয়ন আ.লীগের ইফতার মাহফিল, আলোচনা সভায় এমপি জাফর

অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীরা যে দলের হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না

Teknaf Pic-(A)-08-05-

টেকনাফের হ্নীলায় স্বশস্ত্র সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হওয়া ইউপি মেম্বার,ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এবং আওয়ামী লীগের সভাপতি শফিক আহমদের স্মরণ ও শোক সভায় আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি বলেছেন-আমরা শান্তিপূর্ণ চায়। অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে আর কারো মৃত্যু হোক তা আমরা কামনা করিনা। তাই যারা অবৈধ অস্ত্রধারী ও খুনোখুনিতে লিপ্ত রয়েছেন,আমি আশা করি আপনারা এই পথ ছেড়ে স্বাভাবিক পরিবেশে ফিরে আসবেন। অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীরা যে দল বা গোষ্ঠীর হোকনা কেন কাউকে রেহায় দেওয়া হবে না। টেকনাফের সাধারণ মানুষের শান্তি-শৃংখলা রক্ষার্থে আইন প্রয়োগকারী সংস্থা যৌথভাবে কম্বিং অপারেশন পরিচালনা করে সন্ত্রাসের গোড়া নির্মূল করতে বাধ্য হবে।
৮মে বিকাল ৩টায় টেকনাফের হ্নীলা রঙ্গিখালী চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আয়োজিত স্মরণ ও শোক সভা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এইচকে আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ নেতা জাফর আলমসাদেকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এইচএম ইউনুছ বাঙ্গালী, টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা রফিক উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মাহবুব মোরশেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিকদার,হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাকিব আহমদ। এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা সরওয়ার আলম, যুবলীগ নেতা মোঃ শাহজাহান, নিহত শফিক মেম্বারের ভাই বেলাল উদ্দিন ,যুবলীগ নেতা মফিজুর রহমান কাজল, হ্নীলা ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি দিল মোহাম্মদ সিকদার, ছাত্রনেতা রিদুওয়ান প্রমুখ। এতে প্রধান অতিথি উক্ত এলাকার স্বাভাবিক অবস্থায় ফিরে আনার লক্ষ্য সকলের প্রতি আহবান জানিয়ে উপরোক্ত কথা বলেন। এরপর এমপি আব্দুর রহমান বদি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এরপর সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত শফিক আহমদ মেম্বারের কবর জিয়ারত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।