২৯ মার্চ, ২০২৩ | ১৫ চৈত্র, ১৪২৯ | ৬ রমজান, ১৪৪৪


শিরোনাম
  ●  সাগরে ১০টি বস্তায় মিলল ৭ লাখ ইয়াবা   ●  উখিয়ায় কলেজ ছাত্রকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪   ●  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি কক্সবাজার জেলা কারাগারের বিনম্র শ্রদ্ধা   ●  উখিয়ায় মাটি ভর্তি ডাম্পার আটক   ●  কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত   ●  স্বাধীনতা দিবসে মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন   ●  পানেরছড়ায় পাহাড় ও গাছ কাটার হিড়িক, নিরব বন বিভাগ   ●  চকরিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের ইফতার মাহফিল-আলোচনা সভায় এমপি জাফর   ●  খুটাখালী ইউনিয়ন আ.লীগের ইফতার মাহফিল, আলোচনা সভায় এমপি জাফর

অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না; ইউএনও

রহমত উল্লাহ,টেকনাফ

মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের মতো কক্সবাজারের টেকনাফে উপজেলায় তৃতীয় পর্যায়ে ১১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে মাথাগোঁজার ঠাঁই একটি বাড়ি এবং ২ শতক জমি।

এর মধ্য ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন শেষে ৪০টি পরিবারকে গৃহ এবং জমির দলিল হস্তান্তর করবেন উপজেলা প্রশাসন।

রোববার বিকেলে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. কায়সার খসরু। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ( ভূমি) এরফানুল হক চৌধুরী, উপজেলা প্রকৌশলী আরিফ ইসলাম চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা চীন ময় বড়ুয়া মানস প্রমুখ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রীর ঘোষণা “বাংলাদেশর একটি মানুষও গৃহহীন থাকবে না” এ ঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে টেকনাফ উপজেলায় ১১০ টি পরিবার পাচ্ছে এ ঘরগুলো। এর মধ্য ৪০টি পরিবারকে আগামী ২৬ এপ্রিল ঘর বুঝিয়ে দেওয়া হবে। এছাড়া বাকি ৭০ টি ঘরের নির্মাণ কাজ চলছে।

ইউএনও কায়সার খসরু বলেন, ‘ভূমিহীন ও গৃহহীন মানুষের এই ঘরগুলোতে সকল ধরনের সুযোগসুবিধা থাকবে। এসব ঘরের সাথে প্রধানমন্ত্রীর নাম সরাসরি যুক্ত রয়েছে। ফলে ঘরে অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না। আগামী (২৬ এপ্রিল) গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তৃতীয় পর্যায়ে ৪০টি পরিবারকে ঘরগুলো বুঝিয়ে দেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘মুজিববর্ষ’ উপলক্ষে ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ স্লোগানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় এসব ঘর নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। এতে করে আপন ঠিকানায় মাথাগোঁজার ঠাই পাবে পরিবারগুলো।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় জানায়,মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের অর্থায়নে ভূমিহীন-গৃহহীন পরিবারে প্রথম, দ্বিতীয় পর্যায়ে ২৬২টি এবং ততৃীয় পর্যায়ে ১১০টিসহ মোট ৩৭২টি ঘর বরাদ্দ এসেছে। তার মধ্য এর আগে ২৬২টি ঘর হস্তান্তর করা হয়েছে। এছাড়া আগামী ২৬ এপ্রিল সারাদেশে তৃতীয় পর্যায়ে ৪০টি পরিবারকে জমি ও গৃহপ্রদান অনুষ্ঠানে আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করে গৃহ এবং জমির দলিল হস্তান্তর করবেন। বাকি ঘরগুলো নির্মাণ চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।