১৯ মার্চ, ২০২৫ | ৫ চৈত্র, ১৪৩১ | ১৮ রমজান, ১৪৪৬


শিরোনাম
  ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!   ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে   ●  কক্সবাজার সদর হাসপাতালে যোগদান করলেন ডা. আরিফা মেহের রুমী   ●     ●  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত হোমিওপ্যাথিক চিকিৎসক দল

অনলাইন এ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমান বাবুকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে প্রগতিশীল সংগঠন সমূহের মানববন্ধন : মঙ্গলবার বিক্ষোভ মিছিল

11084468_931339866888001_1762290367_n
অনলাইন এ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমান বাবুকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে কক্সবাজারে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মানববন্ধন করেছে প্রগতিশীল সংগঠন সমুহ। সোমবার সন্ধ্যা ৭টায় পুরাতন শহীদ মিনারে অনুস্টিত প্রতিবাদ মানববন্ধে নেতৃবৃন্দ বলেন, সাম্প্রদায়িক রাজনীতির কারনে একের পর এক মুক্তমনা প্রগতিশীল চেতনার মানুষ খুন হচ্ছে।। এই জঙ্গীবাদী গোষ্ঠি দেশকে অকার্যকর রাস্ট্রে পরিণত করার জন্য উঠেপড়ে লেগেছে।। এই সংকটময় মুহুর্তে মুক্তিযুদ্ধের ফসল বাহাত্তরের সংবিধান পুনঃবাস্তবায়ন করতে হবে। নেতৃবৃন্দ অবিলম্বে ব্লগার রাজিব হায়দার, অভিজিত রায়, সর্বশেষ ওয়াশিকুর রহমান বাবুর হত্যাকারিদের গ্রেপ্তারপুর্বক ফাঁসির দাবি জানিয়েছেন। পাশাপাশি ধর্মভিত্তিক রাজনীতি চিরতরে নিষিদ্ধ করে মুক্তমনা, প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় এদেশকে গড়ে তুলতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, কবি ও কলামিস্ট মানিক বৈরাগি, জেলা যুব ইউনিয়ন সম্মেলন প্রস্তুত কমিটির চেয়ারম্যান স্বপন রায় চৌং, সিপিবি নেতা অনিল দত্ত, সাংস্কৃতিক সংগঠক করিম উল্লাহ, পরিবেশ কর্মী কল্লোল দে চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক ওয়াহিদ মুরাদ সুমন, অনলাইন এক্টিভিস্ট দৃস্টি, কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন সহ সভাপতি শহীদুল্লাহ শহীদ, উদীচী সংগঠক আশুতোষ রুদ্র ছাত্রনেতা মোসাদ্দেক হোসেন আবু, জেলা ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক অন্তিক চক্রবর্তী, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি জিহাদ উদ্দিন সুজা, সাধারণ সম্পাদক জিকু পাল, ছাত্রনেতা আজিজ রিপন। মানববন্ধন সঞ্চালনা করেন সাংস্কৃতিক সংগঠক মনির মোবারক।
এদিকে অনলাইন এ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমানা বাবুকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে আজ বিকেল ৫টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল অনুস্টিত হবে। উক্ত মিছিলে সকলকেই উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।