২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১ | ২০ মহর্‌রম, ১৪৪৬


শিরোনাম
  ●  কলেজছাত্র মুরাদ হত্যা মামলার আসামি রহিম কারাগারে   ●  আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে কক্সবাজার ছাত্রলীগের সমাবেশ   ●  স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদানের জন্য হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান    ●  চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন রোবায়েত   ●  সেন্টমার্টিনে ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার   ●  উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ২   ●  উখিয়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি; কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক লন্ডভন্ড   ●  উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী   ●  আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডার আটক ৩   ●  পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

অতিরিক্ত ডিআইজি হলেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান

কক্সবাজার প্রতিনিধি:
অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান।
বৃহস্পতিবার  দ্বিতীয় দফায় পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৭৩ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) করেছে সরকার। দেশের ইতিহাসে প্রায় একই সময়ে দুই দফায় পদোন্নতি পেয়ে ১১৯ জন অতিরিক্ত ডিআইজি হওয়ার ঘটনা এবারই প্রথম।
বৃহস্পতি ও মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস।
গত ১১ মে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে ডিআইজি করার পর সৃষ্ট শূন্য পদসমূহ পূরণ করা হচ্ছে।
গত মঙ্গলবার ৪৬ জন পুলিশ সুপারকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) করার আদেশ হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে।
এর দুদিন পর  বৃহস্পতিবার আরও ৭৩ জনের পদোন্নতির আদেশ দেওয়া হয়। এতে দুই দফায় পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হলেন পুলিশের ১১৯ কর্মকর্তা।
বৃহস্পতিবার পদোন্নতি পাওয়া ৭৩ কর্মকর্তার মধ্যে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামানও রয়েছেন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডে টেকনাফের বিতর্কিত ওসি প্রদীপ কুমার দাশের নাম আসার পর কক্সবাজার পুলিশে ব্যাপক রদবদল আনা হয়। যেখানে নতুন টিমের সঙ্গে জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন হাসানুজ্জামান।
বৃহস্পতিবার  তিন ভাগে জারি করা প্রজ্ঞাপনে ৩৭ জন, ৩০ জন এবং অন্যটিতে ৬ জনকে পদোন্নতি দেওয়া হয়। এতে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এ ৭৩ জন কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হলো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।