১৮ অক্টোবর, ২০২৫ | ২ কার্তিক, ১৪৩২ | ২৫ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে এমপি বদি

অগ্নিকান্ড ও দুর্যোগ প্রতিরোধে রোহিঙ্গাদের প্রশিক্ষন দেয়া জরুরী

নিজস্ব প্রতিবেদক : উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি বলেছেন, মিয়ানমার থেকে বাস্তচ্যুত হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গারা অগ্নিকান্ডের চরম ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে আগামী মাস থেকে বর্ষা শুরু হলে পাহাড় ধ্বসে ব্যাপক প্রানহানির আশংকা রয়েছে। তাই রোহিঙ্গাদের প্রশিক্ষিত করে প্রাথমিক ক্ষয়ক্ষতি এড়ানো যাবে।
তিনি আজ মঙ্গলবার সকাল ১১ টায় উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর অর্থায়নে ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে আয়োজিত অগ্নি নির্বাপন নিয়ে আয়োজিত প্রশিক্ষন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা ১০ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে সারাবিশ্বে বাংলাদেশকে অনেক উচুতে নিয়ে গেছেন। তাই সব রোহিঙ্গাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করতে বলেন। কারন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে।
রোহিঙ্গাদের নিয়ে অনেকেই উষ্কানিমূলক বক্তব্য দিবে। এসব বিষয়ে রোহিঙ্গাদের আরো সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি এনজিও সংস্থা গুলোকে ফায়ার সার্ভিসের জন্য যানবাহনের ব্যবস্থা করতে অনুরোধ জানান।
উখিয়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ইনচার্জ মোহাম্মদ তালুত, ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিম উদ্দিন, রাজাপালং ইউপি চেয়ারম্যান ও উখিয়া আ’লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী, আইওএমের কর্মকর্তা, পালংখালী ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ফজল কাদের ভুট্টো প্রমূখ।
উল্লেখ্য, ৩ দিন ব্যাপী কর্মশালায় ৫০ রোহিঙ্গা নারী-পুরুষকে প্রশিক্ষন দেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।