৬ ডিসেম্বর, ২০২৪ | ২১ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩ জমাদিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  চকরিয়ায় বনের জমিতে বিএনপি নেতাদের পশুর হাট   ●  গলায় ওড়না পেঁচিয়ে উখিয়া ডিগ্রি কলেজের ছাত্রী’র আত্নহত্যা   ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী

কুমিল্লা থেকে চুরি করে কক্সবাজারে নেয়ার পথে পিকআপ উদ্ধার : আটক ২

কুমিল্লা থেকে চুরি করে কক্সবাজারে নিয়ে যাওয়ার পথে চকরিয়ায় থেকে একটি পিকআপ উদ্ধার করেছে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ। এসময় ২ জনকে আটক করা হয়েছে। রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়াছড়া বাজার থেকে গাড়ি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নিমশার এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে ইসমাইল হোসেন (২২) ও একই জেলার চান্দিনা উপলের বড়িয়া কৃষ্ণপুর এলাকার মো. আবুল কালামের ছেলে মো. ইকবাল হোসেন (২৯)।
সোমবার সকালে চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক খোকন কান্তি রুদ্র জানিয়েছেন, রবিবার কুমিল্লার বড়িচং এলাকা থেকে নীল রংঙের একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২১-০৩৬৫) চুরি করে কক্সবাজারে আনার তথ্য পাওয়া যায়। এই সংবাদের ভিত্তিতে মোবাইল ও জিপিএস ট্রেকিং করে চকরিয়ার বড়ইতলী ইউনিয়নের বানিয়াছড়া বাজার থেকে কক্সবাজারমুখি পিকআপটি উদ্ধার করে দুইজনকে আটক করা হয়। সোমবার সকালে গাড়িটির মালিক কুমিল্লার দেবিদ্বার এলাকার মৃত অহিত মিয়ার ছেলে মো. মাহাবুব এসে গাড়িটি শনাক্ত করে। গাড়িটি মালিককে হস্তান্তর করে আটকদের কুমিল্লার বড়িচং থানা পুলিশের কাছে আইনগত প্রক্রিয়ার জন্য সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।